Ajker Patrika

দুই ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করল বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৪৯
দুই ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করল বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’ শীর্ষক প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় ব্যাচের ২৫ জন উদ্যোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক। এর আগে ২৭ মার্চ প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দুই ব্যাচে মোট ৫০ জন উদ্যোক্তার জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহিদ ইকবাল। 

নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং তাদের ব্যবসা পরিচালনায় সহযোগিতা করতে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা এই কার্যক্রমের আয়োজন করেন। ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে মাসব্যাপী এই প্রশিক্ষণ চালু থাকে। এবং ওই কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্যোক্তাদের পণ্যের পসরা নিয়ে একটি মেলার আয়োজন করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই প্রশিক্ষণের ব্যয় বহন করে এবং প্রশিক্ষণ কার্যক্রমটির ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)। 

এই প্রশিক্ষণ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘এসএমই প্রধান ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় নতুন উদ্যোক্তাদের সহজ ঋণ নিশ্চিত করায় জোর দিয়ে থাকে। উদ্যোক্তারা যাতে কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য আমরা প্রশিক্ষণেরও আয়োজন করে থাকি।’ 

সেলিম রেজা ফরহাদ‍ আরও বলেন, ‘আমরা মনে করি, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা তাঁদের ব্যবসাকে এগিয়ে নিতে ও প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশ ব্যাংকের এ ধরনের ব্যবসাবান্ধব কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবে। এই সময়োপযোগী প্রশিক্ষণ উদ্যোগের সঙ্গে ব্র্যাক ব্যাংককে সম্পৃক্ত রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত