Ajker Patrika

জিপিএইচ ইস্পাত ডিলারদের জামানত ছাড়া ঋণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৭
জিপিএইচ ইস্পাত ডিলারদের জামানত ছাড়া ঋণ সুবিধা দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক দেশের বৃহৎ করপোরেটের ডিলারদের সেবা দিতে ‘প্রাইম ডিলার’ নামে একটি ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর ফাইনান্সিং প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় প্রাইম ব্যাংক জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। 

এই পার্টনারশিপে আওতায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিবন্ধিত ডিলাররা প্রাইম ব্যাংক থেকে ১ কোটি টাকা পর্যন্ত জামানত ছাড়াই এমএসএমই ঋণ পাবেন। এর সঙ্গে সব সময় ডেডিকেটেড ডিলার হেল্প ডেস্ক সুবিধা পাবেন। 

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান রশীদ বলেন, ‘জিপিএইচ ইস্পাত ও প্রাইম ব্যাংকের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ। যা বাংলাদেশের এমএসএমই-এর প্রসারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।’

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট সিনক্রোনাইজেশন এবং মনিটরিং ইউনিটের প্রধান চম্পক চক্রবর্তী এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়বসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত