Ajker Patrika

মেটলাইফের করপোরেট গ্রাহকেরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

বিজ্ঞপ্তি  
মেটলাইফের করপোরেট গ্রাহকেরা পাবেন ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা

করপোরেট গ্রাহকদের জন্য ক্যাশ লেশ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। নতুন এ সেবার মাধ্যমে মেটলাইফের করপোরেট বিমাসেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানের কর্মীরা জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন এবং এ জন্য তাদের তাৎক্ষণিক কোনো অর্থ পরিশোধ করতে হবে না।

রাজধানীর ইউনাইটেড হাসপাতাল, স্কয়ার হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে এ ক্যাশ লেশ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। এ উদ্যোগের ফলে সহজে এবং দুশ্চিন্তামুক্তভাবে অ্যাম্বুলেন্স পাওয়া এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেওয়া যাবে। এ সেবা নিতে গ্রাহকদের শুধু হাসপাতালের দেওয়া নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে হবে।

নতুন এ সেবা নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বিশ্বমানের বিমা কাভারেজ ও উদ্ভাবনী সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেন তাদের কর্মীদের পাশে থাকতে পারে সে জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এ ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবার উন্মোচন করপোরেট ক্লায়েন্ট ও তাদের কর্মীদের জরুরি চিকিৎসা আরও সহজলভ্য এবং ঝামেলাহীন করার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’

বর্তমানে বাংলাদেশের ৯০০ বেশি প্রতিষ্ঠান মেটলাইফের বিমাসেবা গ্রহণ করে বিভিন্ন সুবিধা উপভোগ করছে। এসব সুবিধার মধ্যে রয়েছে: কাস্টমাইজেবল বিমা প্ল্যান, ক্যাশলেস আউটপেশেন্ট সেবা, ডেডিকেটেড ড্যাশবোর্ড, বিষয়ক কর্মশালা ও ক্যাশলেস অ্যাম্বুলেন্স সেবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাবা, তোমরা আরও অন্তত পাঁচ-দশ বছর আমাদের নেতা থাকো: আসিফ নজরুল

আমাদের কথা শোনা বন্ধ করায় বিএনপির পতন শুরু হয়েছে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত