Ajker Patrika

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ওহসোগো ডট কম’

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৫: ০৬
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘ওহসোগো ডট কম’

সম্প্রতি ইন্টারন্যাশনাল বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডসের ই-কমার্স সাইট ‘ওহসোগো ডট কম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ১০০% অথেন্টিক প্রোডাক্ট আর সবচেয়ে দ্রুত ডেলিভারির নিশ্চয়তা নিয়ে ‘ওহসোগো ডট কম’ (OhSoGo.com) গত এপ্রিলে অনানুষ্ঠানিক যাত্রা শুরু করে। প্রথম থেকেই কাস্টমারদের আস্থা অর্জন করা ই-কমার্স সাইটটি এখন প্রতিদিনই নিয়ে আসছে নিত্যনতুন ইন্টারন্যাশনাল প্রোডাক্টস।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, অথেন্টিসিটি, ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে বিনা চার্জে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া কিংবা মাত্র এক দিনেই কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া এমন সব সার্ভিসই এই সাইটকে করেছে অনন্য। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘ওহসোগো ডট কম’-এর অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে ভেনচুরি পার্টনারস, যারা উদ্যোক্তাদের কনজিউমার ফোকাসড ব্র্যান্ড বিল্ডিংয়ে সহায়তা করে থাকে।

অনুষ্ঠানে ভেনচুরি পার্টনার্সের ম্যানেজিং ডিরেক্টর রিশিকা চান্দা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে স্কিন ও পারসোনাল কেয়ার সেক্টরে যে চাহিদা তৈরি হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ সবকিছু আমাদের ওহসোগো ডট কমের সঙ্গে বিনিয়োগে উদ্বুদ্ধ করেছে।’

ওহসোগো ডট কমের সিওও জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিউটি ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টের ব্যাপক চাহিদা আছে। অনেক ক্ষেত্রেই কাস্টমাররা অনেক বেশি দাম দিয়েও অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পান না। ওহসোগো ডট কম এমন এক মার্কেটপ্লেস, যেখানে দেশের যেকোনো প্রান্তের কাস্টমার একদম সঠিক দামে ১০০% অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রোডাক্টস পাবে সবচেয়ে কম সময়ের মধ্যে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত