Ajker Patrika

ক্লেমন থিমেটিক ক্যাম্পেইন: ক্লিয়ারলি লেমন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ মে ২০২২, ১৫: ০৫
ক্লেমন থিমেটিক ক্যাম্পেইন: ক্লিয়ারলি লেমন

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের জনপ্রিয় পানীয় ক্লেমন। ২০০৮ সালে ক্লেমন পথচলা শুরু করে এবং তখন থেকেই বিদেশি স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। রিয়েল লেমনের রিফ্রেশিং স্বাদের জন্য ঘরে, বাইরে, শহরে কিংবা গ্রামে তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সী মানুষের পছন্দের একটি ব্র্যান্ড ক্লেমন।

ক্লেমনের স্বতন্ত্র বৈশিষ্ট্য ক্লিয়ারলি লেমন টেস্ট, যা ভোক্তাদের মধ্যে তুমুল জনপ্রিয়। তাই দেশের সেরা লেমনি ড্রিংক ক্লেমন তার এই বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই সম্প্রতি নিয়ে এসেছে দারুণ একটি থিমেটিক টিভি বিজ্ঞাপন। ‘কাছে, দূরে রোদ্দুরে কুল থাকে মন, ক্লিয়ারলি লেমন স্বাদে সঙ্গে আছে ক্লেমন’—এমন শ্রুতিমধুর একটি জিংগেলের সঙ্গে দেখিয়েছে কীভাবে যেকোনো জায়গায়, যেকোনো সময় ক্লেমন সবার সঙ্গে মিশে আছে।

বিজ্ঞাপনটি এখন দেশের সব টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে এবং ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই টিভি বিজ্ঞাপনকে কেন্দ্র করে ডিজিটাল মিডিয়ায় আরও কিছু প্রমোশনাল কনটেন্ট প্রকাশিত হয়েছে। এ ছাড়া পোস্টার, প্রেস অ্যাড, বিলবোর্ড, শপ সাইন, স্টিকার ইত্যাদি প্রকাশ পেয়েছে। ক্লেমন এই সুন্দর বিজ্ঞাপন এবং অন্যান্য সাপোর্টিং কনটেন্ট দিয়ে ক্রেতাদের কাছে ক্লিয়ার লেমনি ড্রিংক হিসেবে নিজেদের তুলে ধরেছে।

গত ২২ মে রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে জনপ্রিয় ড্রিংক ক্লেমনকে নতুন রূপে, দেশের সেরা ক্লিয়ারলি লেমনি ড্রিংক হিসেবে লঞ্চ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চারস গ্রুপের এমডি ও সিইও জনাব সৈয়দ আলমগীর। এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত