Ajker Patrika

লিট ফেস্টে ‘রিন নামকরা নারী’-এর সঙ্গে জাতীয় নারী ফুটবল দল

বিজ্ঞপ্তি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৯: ৩৬
লিট ফেস্টে ‘রিন নামকরা নারী’-এর সঙ্গে জাতীয় নারী ফুটবল দল

নিজের নাম ও পরিচয় সৃষ্টিতে নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে ২০২২-এর আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘রিন’-এর বিশেষ প্ল্যাটফর্ম ‘রিন নামকরা নারী’। 

রিন নামকরা নারী প্ল্যাটফর্মের কয়েকজন প্রতিভাবান নারীর নাম ও উদ্যোগকে আরও একটু উজ্জ্বল করতে ‘ঢাকা লিট ফেস্ট’-এ থাকছে রিন নামকরা নারী স্টল। 

চার দিনব্যাপী এই লিট ফেস্টে দেশ-বিদেশের নামকরা লেখক, সাহিত্যিক ও অংশগ্রহণকারীদের সামনে দেশের নামকরা নারীরা তাঁদের উদ্যোগকে তুলে ধরছেন। রিন নামকরা স্টলের মাধ্যমে তাঁদের উদ্যোগ নিয়ে সরাসরি পৌঁছাতে পারছেন অনেক মানুষের কাছে। কেউ এসেছেন তাঁদের গাছ নিয়ে, কেউ পাখির বাসা সাজানোর জিনিস নিয়ে, কেউ নিজের ইম্পোর্টেড কসমেটিকস নিয়ে, আবার কেউ নিজস্ব বুটিকের জামা নিয়ে। 

স্টলের মাধ্যমে নিজের উদ্যোগকে সবার সামনে তুলে ধরতে পারার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অনলাইন নার্সারি ব্যবসায়ী জেরিন তাসনীম চৌধুরী বলেন, ‘রিনের এই প্ল্যাটফর্ম আমাদের নারীদের জন্য অনেক জরুরি। রিনের মাধ্যমে এখানে আসতে পারাটা আমার জন্য একটা আলাদা স্বীকৃতি।’ 

ফেস্টে ঘুরতে আসা দর্শনার্থীরা রিন নামকরা নারীর স্টল ঘুরে দেখেন এবং নারীদের জন্য তৈরি এই অভিনব উদ্যোগকে স্বাগত জানান। 

নিজের নাম তৈরির এই অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করতে ঢাকা লিট ফেস্টের সঙ্গে যৌথ উদ্যোগে ৬ জানুয়ারি রিন নামকরা নারী আয়োজন করে ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’ শীর্ষক একটি প্যানেল। 

এই প্যানেলে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের নারীরা। এই আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার ইতি রানী বলেন, ‘নিজের একটা পরিচয় তো সবাই চায়। হয়তো সবাই সেই পরিচয় তৈরি করতে পারে না, কিন্তু চাওয়াটা সবারই থাকে। আমারও ছোট থেকেই ইচ্ছে ছিল নিজের একটা পরিচয় তৈরি করার। স্কুলে থাকতে যখন দেখতাম সাবিনা খাতুন, রুপনা চাকমাদের সবাই তাদের খেলার জন্য এক নামে চেনে, তখন থেকে আমারও ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়ার। ছোট থাকতে সবাই আমাকে মনোজিতের ছোট মেয়ে হিসেবে চিনত। এখন সবাই আমার বাবাকে ইতির বাবা বলে চেনে।’

এ ছাড়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার শামছুন্নাহার জুনিয়র। 

এই আলোচনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, অ্যাসিস্ট্যান্ট কোচ মাহমুদা আক্তার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মো. আবু নাঈম সোহাগ। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন রুপনা চাকমা, শামছুন্নাহার জুনিয়র, সোহাগী কিস্কু, সাথি বিশ্বাস, স্বপ্না রানী ও ইতি রানী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভিম শামা রিজওয়ানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত