Ajker Patrika

রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বিডিইউয়ের শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তি
রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বিডিইউয়ের শিক্ষার্থীরা

আইইই-এর আয়োজনে ‘রোবটিক্স ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতার ফাইনালে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) ‘টিম রোবো পালস’। ৯ ও ১০ ডিসেম্বর ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার ‘ওয়ার্ল্ড ফাইনাল’ রাউন্ড অনুষ্ঠিত হবে।

টিম রোবো পালসের সদস্যরা হলেন বিডিইউয়ের আইওটি অ্যান্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা ও আবদুল্লাহ আল মামুন। টিম রোবো পালসের প্রজেক্ট ‘ক্লাইমেট কেয়ার: সাপোর্টিং কমিউনিটিজ ইন ক্লাইমেট ক্রাইসিস উইথ ওয়াটার ম্যানেজমেন্ট’ যৌথভাবে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে বুয়েট টিমের সঙ্গে আইইই অঞ্চল-১০ (এশিয়া প্যাসিফিক)-এর ১০টি টিমের অন্তর্ভুক্ত হয়। এ ছাড়া ওয়ার্ল্ড ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের জন্য থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছে দলটি।

বিডিইউয়ের টিম রোবো পালস প্রতিযোগিতার জন্য এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোট আবিষ্কার করেছে যার মাধ্যমে যে কোনো জলাশয় থেকে পরিবেশ দূষণকারী পদার্থ শনাক্ত করে তা অপসারণ করতে পারে। এটি পানিতে বিভিন্ন উপাদানের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে।

প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড যাত্রায় টিম রোবো পালসকে আইইই-এর পাশাপাশি স্পনসর করেছে বাংলাদেশের অন্যতম ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টিম রোবো পালসকে স্পনসর করায় ওয়ালটন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত