Ajker Patrika

স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ দেবে ১০০% নগদ লভ্যাংশ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২০: ৪০
স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ দেবে ১০০% নগদ লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের গত অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ শনিবার ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে মোট বিক্রি হয়েছে ৬ হাজার ৬৪১ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ বেশি।

এই বছরে কোম্পানির নিট (করপরবর্তী) মুনাফা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৯৮ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুসারে ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ১ হাজার ৪৭২ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।

আজ শনিবার ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি

সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এসএম রেজাউর রহমান, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম  এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কোম্পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন। সভা শেষে স্যামুয়েল চৌধুরী কোম্পানির কার্যক্রমে  আস্থা ও সমর্থন দেওয়ায় শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত