ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ঢাকা বিভাগের বাছাইপর্ব শুক্রবার

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ২২
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০: ৪২
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’-এর ঢাকা বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা শহরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এ উপলক্ষে ঢাকা বিভাগে এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে আগামীকাল সকাল ৯টায় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’-এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।

প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত