Ajker Patrika

চর অঞ্চলের কৃষকদের সহায়তায় গাকের সঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি
চর অঞ্চলের কৃষকদের সহায়তায় গাকের সঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক

চর অঞ্চলের কৃষকদের সহায়তার লক্ষ্যে গ্রাম উন্নয়ন কর্মের (গাক) একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে গত ৯ জুলাই ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। 

কৃষি-কেন্দ্রিক বিশেষ সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ব্র্যাক ব্যাংক এবং গ্রাম উন্নয়ন কর্ম সম্মিলিতভাবে কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি প্রদানের পাশাপাশি তাদেরকে অধিক ফসল ফলাতে এবং অধিক আয়ের জন্য সক্ষম করবে। এই উদ্যোগের মাধ্যমে বগুড়ার চরাঞ্চলের কৃষকেরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অর্থকরী ফসল যেমন ভুট্টা, পাট, সরিষা ও কাঁচা মরিচের চাষ সম্প্রসারণ করতে পারবে। 

চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন এবং গ্রাম উন্নয়ন কর্মের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার আলমগীর হোসেন। 

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গাকের সিনিয়র ডিরেক্টর মো. মাহবুব আলম, ডিরেক্টর (সোশ্যাল) মো. রাশিদুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর ও হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স তাপস কুমার রায়। 

পার্টনারশিপটির ব্যাপারে নিজের উৎসাহ প্রকাশ করে, এই রূপান্তরমূলক সিএসআর উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক কৃষকদের আয় বাড়াতে, গ্রাম উন্নয়ন কর্মের সঙ্গে মিলিত হতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য হলো আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে এই কৃষকদের ক্ষমতায়নের দ্বারা, টেকসই বাজার গড়ে তোলা এবং তাঁদের জীবিকায় ইতিবাচক প্রভাব রাখা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত