Ajker Patrika

জেসিআইয়ের পুরস্কার পেলেন ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম

বিজ্ঞপ্তি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৪
জেসিআইয়ের পুরস্কার পেলেন ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম

ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘উইমেন ইন ব্যাংকিং’ ক্যাটাগরিতে ২০২৩ সালের উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড জিতেছেন। 

শিক্ষামন্ত্রী দীপু মনি গত ২৬ আগস্ট ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নুরুন নাহারসহ ১২ জন নারীর হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় অনুষ্ঠানে ২০২৩ সালের জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি জিয়াউল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

উইমেন অব ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড সেসব নারীর অবদানকে উদ্‌যাপন ও সম্মানার্থে দেওয়া হয়, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। 

২০২৩ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিট অল: লিঙ্গ-সমতায় উদ্ভাবন ও প্রযুক্তি’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছরের জেসিআই পুরস্কারটি দেওয়া হয়। দেশের ডিজিটাল অঙ্গন এবং জাতীয় উন্নয়নে নারীরা যে অবদান রেখে চলেছেন, পুরস্কারটি মূলত সেটিই মানুষের সামনে তুলে ধরেছে। 

জেসিআই বাংলাদেশের ব্যাংকিং খাতের একমাত্র নারী সিটিওকে ব্যাংকিং খাতে, বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নুরুন নাহার বেগমকে সম্মানিত করেছে। ব্র্যাক ব্যাংকে একটি শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে তিনি দুই দশক ধরে অবদান রেখে চলেছেন। 

প্রযুক্তিগত ভূমিকার পাশাপাশি নাহার ব্র্যাক ব্যাংকের অভ্যন্তরীণ নারী-কর্মী ফোরাম ‘তারা’-এরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘তারা ফোরাম’ এমন একটি প্ল্যাটফর্ম, যা ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের অন্যতম নারীবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত