Ajker Patrika

বিজ্ঞাপনে কর: ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিংয়ের সংজ্ঞা দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ১৫: ৫৭
বিজ্ঞাপনে কর: ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিংয়ের সংজ্ঞা দিল কেন্দ্রীয় ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট দেশে রেমিট্যান্স আকারে পাঠালে ১৫ শতাংশ কর দিতে হবে। আর এই করহার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একইভাবে কোনো বিদেশি টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচারের আয় থেকে ২০ শতাংশ কর কর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

যেখানে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের গত ১৭ এপ্রিল চিঠির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবা সম্পর্কে স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো।

ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ করহার আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। 

আর কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলে সেটি ‘অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে করহার ২০ শতাংশ প্রযোজ্য হবে।

সেই সঙ্গে বলা হয়েছে, এর আগে এ-সংক্রান্ত বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর থেকে অকার্যকর বলে গণ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত