Ajker Patrika

নারীর ক্ষমতায়নে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি
নারীর ক্ষমতায়নে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) পূরণ করায় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে মর্যাদাপূর্ণ দুটি পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক। এবারই প্রথম বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। মোট নয়টি ক্যাটাগরির মধ্যে ব্র্যাক ব্যাংক ‘নারীর ক্ষমতায়ন’ এবং ‘সমতা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’ এই দুই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। 

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিভিন্ন কোম্পানির সাফল্য উদ্‌যাপন করতে গত ২৬ মে ঢাকায় রাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার নেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআইএস মো. শাহীন ইকবাল, হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর এবং হেড অব উইমেন ব্যাংকিং ‘তারা’ মেহরুবা রেজা। 

 ২০১৭ সালে নারীদের জন্য পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা ‘তারা’ প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক। এই নতুন উদ্যোগের অধীনে বর্তমানে দুই লাখেরও বেশি নারী সেবা পাচ্ছেন, যাদের মধ্যে গৃহিণী, ছাত্রী, উদ্যোক্তা, গ্রামীণ নারী এবং জ্যেষ্ঠ নাগরিক রয়েছেন। ‘তারা’ এমন একটি প্ল্যাটফর্ম যা নারীদের জন্য সেবা, অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি দেশব্যাপী নারীদের মধ্যে সংযোগ সৃষ্টি করে তাদের আর্থিক এবং জীবনযাত্রার বিভিন্ন চাহিদার উপযুক্ত সমাধান প্রদান করে। 

ওই পুরস্কার অর্জনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘একটি মূল্যভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে কেউ পিছিয়ে থাকবে না নীতিতে বিশ্বাস করে। আমরা মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে প্রো-পিপল, প্রো-প্ল্যানেট এবং প্রো-প্রসপারেটি মেনে চলতে বদ্ধপরিকর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত