Ajker Patrika

জনতা ব্যাংকের গ্রাহকেরা ‘অ্যাড মানি’ করতে পারছেন বিকাশে

বিজ্ঞপ্তি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ২০: ০৬
জনতা ব্যাংকের গ্রাহকেরা ‘অ্যাড মানি’ করতে পারছেন বিকাশে

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের গ্রাহকেরাও এখন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ‘ই-জনতা’ ব্যবহার করে বাড়তি খরচ ছাড়াই যেকোনো স্থান থেকে টাকা আনতে পারছেন বিকাশ অ্যাকাউন্টে। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ৪৪টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ও মাস্টার কার্ড থেকে নিমেষেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাচ্ছে। সাত কোটি গ্রাহকের সুবিধার্থে ‘ব্যাংক-বিকাশ নেটওয়ার্ক’ তৈরি করেছে বিকাশ। 

বিকাশে টাকা আনতে ‘ই-জনতা’ অ্যাপটি ব্যবহার করে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে জনতা ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। এরপর বিকাশ অ্যাপের অ্যাড মানি আইকনে ক্লিক করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন থেকে ‘ইন্টারনেট ব্যাংকিং’ সেকশনে থাকা জনতা ব্যাংকের লোগোতে ট্যাপ করে ‘ই-জনতা’ অ্যাপের ইন্টারফেসে ঢুকতে হবে। এরপর টাকার পরিমাণ উল্লেখ করে ও ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। 

এ ছাড়া সরাসরি ‘ই-জনতা’ অ্যাপের ‘ট্রান্সফার’ মেন্যু থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস নোটিফিকেশন পাবেন। 

 ‘ই-জনতা’ অ্যাপ থেকে বিকাশে অ্যাড মানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে। গ্রাহকেরা বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে সেন্ড মানি, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ, স্কুল-কলেজের বেতন পরিশোধ, ই-টিকেটিং, সরকারি ফি প্রদান, অনুদান পাঠানো, বিমার প্রিমিয়াম পরিশোধ, সেভিংসসহ দৈনন্দিন প্রায় সব আর্থিক লেনদেন করতে পারছেন ক্যাশলেস পদ্ধতিতে। 

অ্যাড মানি ও বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে ‘বিকাশ টু ব্যাংক’ সেবার ফলে ব্যাংকের সঙ্গে গ্রাহকদের লেনদেন আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থান থেকে যেকোনো সময় বিকাশে টাকা আনতে পারছেন। আবার দরকার হলে বিকাশ থেকে ব্যাংকেও টাকা জমা করতে পারছেন, যা তাঁদের দৈনন্দিন লেনদেনে দিয়েছে আরও স্বাধীনতা ও সক্ষমতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত