Ajker Patrika

দেশে এল গ্রামীণফোনের পরিবেশবান্ধব ই-সিম

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৬: ১৭
দেশে এল গ্রামীণফোনের পরিবেশবান্ধব ই-সিম

দেশের বাজারে পরিবেশবান্ধব এমবেডেড সিম (ই-সিম) এনেছে গ্রামীণফোন। ২৫ এপ্রিল থেকে নির্দিষ্ট গ্রামীণফোন সেন্টার থেকে ই-সিম ক্রয় ও পুরোনো সিম ই-সিমে আপগ্রেড করতে পারবেন গ্রাহকেরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছ।

এর আগে, চলতি বছরের মার্চের শুরুতে ই-সিম আনার কথা জানিয়েছিল গ্রামীণফোন। তবে অনিবার্য কারণবশত তা পিছিয়ে যায়।

 ‘ফোরজি ই-সিম: পরিবেশবান্ধব ডিজিটাল সিমের এখনই সময়’ স্লোগানকে সামনে রেখে বাজারে আনা হয়েছে এই ই-সিম। গ্রামীণফোন গ্রাহকেরা ই-সিম সমর্থন করে এমন যেকোনো ডিভাইসে প্লাস্টিক সিম কার্ড ছাড়াই কানেকটিভিটির সব সুবিধা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন মনে করে—প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবনকে অবশ্যই জলবায়ুর সংক্রান্ত বিষয়কে প্রাধান্য দিতে হবে এবং এ ক্ষেত্রে পৃথিবীকে রক্ষা করতে প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় নিয়ে পরিবেশবান্ধব বিষয়গুলোর ওপর সব সময়ই গুরুত্বারোপ করে গ্রামীণফোন।

গ্রামীণফোনের নতুন ই-সিম সংযোগ পেতে হলে ক্রেতাদের ই-সিম সমর্থন করে এমন ডিভাইস নিয়ে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার (ঢাকা ও চট্টগ্রাম) এবং নির্ধারিত গ্রামীণফোন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করে ই-সিমের জন্য অনুরোধ করতে হবে। সিম কেনার প্রক্রিয়া অনুসরণ করে, গ্রামীণফোনের অনলাইন শপের মাধ্যমেও ই-সিমের জন্য অনুরোধ করা যাবে। ই-সিমের ক্ষেত্রে নতুন সংযোগের মূল্য ২০০ টাকা এবং প্লাস্টিক সিম থেকে ই-সিম কিংবা ই-সিম থেকে ই-সিমে রিপ্লেসমেন্ট ফি ৯৯ টাকা।

দেশের বাজারে ই-সিমের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘এ ধরনের উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত। ই-সিম উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে পরিবেশবান্ধব কানেকটিভিটির নতুন যুগের সূচনায় আমাদের সহায়তা করার জন্য আমি বিটিআরসি, এনবিআর, গ্রামীণফোনে আমার সহকর্মীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনদের ধন্যবাদ জানাই।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী আরও বলেন, ‘এ প্রযুক্তি ব্যবহারে অগ্রণী হিসেবে, এ যাত্রায় যুক্ত হতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। এ বিষয়টি অস্বীকার করার উপায় নেই যে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ এবং বর্তমান ও ভবিষ্যতের সুরক্ষায় আমাদের সবাইকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। গ্রামীণফোনের রজত জয়ন্তী উপলক্ষে এবং আমাদের গ্রাহকদের আরও অর্থবহ ও ডিজিটালভাবে সেবাদানে; পাশাপাশি, প্রকৃতির সুরক্ষায় সবার সঙ্গে একাত্ম হওয়ার ক্ষেত্রে ই-সিম আমাদের পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম।’

করপোরেট সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত