Ajker Patrika

জনশুমারির কাজে ‘স্বজনপ্রীতি’

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৫: ১৭
জনশুমারির কাজে ‘স্বজনপ্রীতি’

লালমনিরহাটের আদিতমারীতে জনশুমারি কার্যক্রমে স্ত্রী ও অজ্ঞাতদের সুপারভাইজার হিসেবে নিয়োগ দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জনশুমারির আঞ্চলিক কর্মকর্তা আ ফ ম আবু দাউদ রাসেলের বিরুদ্ধে। এতে জনশুমারি বাধাগ্রস্ত হচ্ছে বলে অনেকে মনে করছেন।

আদিতমারী উপজেলার চলমান জনশুমারির সুপারভাইজার ও গণনাকারীর তালিকায় দেখা গেছে, উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে জনশুমারির কাজ করতে ১৩ জন সুপারভাইজার ও ৭১ জন গণনাকারী নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। মহিষখোঁচা ইউনিয়নের আঞ্চলিক কর্মকর্তা হিসেবে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আ ফ ম আবু দাউদ রাসেলকে দায়িত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট মৌজার বাসিন্দারাই শুধু ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত হবেন—নিয়ম থাকলেও আবু দাউদ নিজের স্ত্রী, স্বজনসহ অজ্ঞাতনাম তালিকাভুক্ত করেছেন।

১৩ জন সুপারভাইজারের মধ্যে ১৩ নম্বর সুপারভাইজার হিসেবে আছেন আবু দাউদের স্ত্রী আফ্রিদা হাসনাত। ১১ নম্বর সুপারভাইজার রহিমা খাতুন লিমা লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। ১০ নম্বর সুপারভাইজার আলী আজমের নাম থাকলেও এলাকার কেউ তাঁকে চেনেন না। তালিকায় থাকা মোবাইল ফোনে কল দিলে আলী আজম নামে কেউ নয় বলে জানানো হয়। তালিকার ৮ নম্বর সুপারভাইজারও ওই এলাকার কেউ নন এবং তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ছাড়া ২ নম্বর সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস মহিষখোঁচার বাসিন্দা হলেও তাঁর নাম আছে, এটা তিনি জানেন না। এমনকি প্রশিক্ষণে তিনি অংশ নেননি। এ প্রতিনিধির কাছেই তিনি তালিকায় নাম থাকার বিষয়ে প্রথম শুনলেন বলে জানান। তাঁর ধারণা, কেউ কৌশলে নাম ঢুকিয়ে বরাদ্দকৃত টাকা আত্মসাতের জন্যই এমনটা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গণনাকারী জানান, তাঁদের মধ্যে পাঁচজনকে প্রশিক্ষণসহ মাঠে কখনো তাঁরা দেখেননি এবং চিনেন না। গণনাকারী তালিকায় অর্থ নিয়ে নতুন করে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। জনশুমারির শুরুতে সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জনশুমারির আঞ্চলিক কর্মকর্তা আ ফ ম আবু দাউদ রাসেল তাঁর স্ত্রীকে অন্তর্ভুক্ত করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি নিজেই মাঠে কাজ করছি। আমার স্ত্রীর নাম থাকলে সমস্যা কী?’ এ সময় তিনি ব্যস্ত আছেন বলে ফোন কল কেটে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত