শরীয়তপুর প্রতিনিধি
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শরীয়তপুরে এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।
অভিযুক্ত ওই কর্মকর্তার নাম আব্দুস সালাম খান (৫২)। তিনি জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। আব্দুস সালাম শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচরা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২০ সালে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুস সালামের সম্পদের অনুসন্ধান শুরু করেন দুদকের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক কমলেশ মণ্ডল। তখন আব্দুস সালাম নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। অনুসন্ধান শুরু হলে জেলা প্রশাসন থেকে তাঁকে সদরের চন্দ্রপুর ইউনিয়নে বদলি করা হয়। এরপর তাঁকে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নে বদলি করা হয়।
দুদকের প্রতিবেদনে দেখা যায়, আব্দুস সালাম খান তাঁর সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ২৬ লাখ ৭০ হাজার ৪৯ টাকা মূল্যের সম্পদ গোপন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া তিনি ১২ লাখ ৬১ হাজার ৪৪৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ পরিস্থিতিতে ২০ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়। গত বৃহস্পতিবার সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।
মামলার বাদী আখতারুজ্জামান বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে মামলা করা হয়েছে।
আব্দুস সালাম খান বলেন, ‘আমার আয়বহির্ভূত কোনো সম্পদ নেই। দুদক অনুসন্ধান করে তা বের করতে পারেনি। আমার যা স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, তা আয়কর বিবরণীতে উল্লেখ আছে। আমার বিরুদ্ধে দুদকে কোনো মামলা হয়েছে কি না তা জানা নেই।’
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, এখনো মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়নি। নিয়োগের পর তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শরীয়তপুরে এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।
অভিযুক্ত ওই কর্মকর্তার নাম আব্দুস সালাম খান (৫২)। তিনি জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। আব্দুস সালাম শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচরা এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২০ সালে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুস সালামের সম্পদের অনুসন্ধান শুরু করেন দুদকের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক কমলেশ মণ্ডল। তখন আব্দুস সালাম নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। অনুসন্ধান শুরু হলে জেলা প্রশাসন থেকে তাঁকে সদরের চন্দ্রপুর ইউনিয়নে বদলি করা হয়। এরপর তাঁকে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নে বদলি করা হয়।
দুদকের প্রতিবেদনে দেখা যায়, আব্দুস সালাম খান তাঁর সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ২৬ লাখ ৭০ হাজার ৪৯ টাকা মূল্যের সম্পদ গোপন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া তিনি ১২ লাখ ৬১ হাজার ৪৪৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ পরিস্থিতিতে ২০ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়। গত বৃহস্পতিবার সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।
মামলার বাদী আখতারুজ্জামান বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে মামলা করা হয়েছে।
আব্দুস সালাম খান বলেন, ‘আমার আয়বহির্ভূত কোনো সম্পদ নেই। দুদক অনুসন্ধান করে তা বের করতে পারেনি। আমার যা স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, তা আয়কর বিবরণীতে উল্লেখ আছে। আমার বিরুদ্ধে দুদকে কোনো মামলা হয়েছে কি না তা জানা নেই।’
দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, এখনো মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়নি। নিয়োগের পর তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫