Ajker Patrika

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

শরীয়তপুর প্রতিনিধি
ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শরীয়তপুরে এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।

অভিযুক্ত ওই কর্মকর্তার নাম আব্দুস সালাম খান (৫২)। তিনি জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। আব্দুস সালাম শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচরা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২০ সালে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুস সালামের সম্পদের অনুসন্ধান শুরু করেন দুদকের সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক কমলেশ মণ্ডল। তখন আব্দুস সালাম নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন। অনুসন্ধান শুরু হলে জেলা প্রশাসন থেকে তাঁকে সদরের চন্দ্রপুর ইউনিয়নে বদলি করা হয়। এরপর তাঁকে জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নে বদলি করা হয়।

দুদকের প্রতিবেদনে দেখা যায়, আব্দুস সালাম খান তাঁর সম্পদ বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ২৬ লাখ ৭০ হাজার ৪৯ টাকা মূল্যের সম্পদ গোপন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া তিনি ১২ লাখ ৬১ হাজার ৪৪৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ পরিস্থিতিতে ২০ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়। গত বৃহস্পতিবার সহকারী পরিচালক আখতারুজ্জামান মামলাটি করেন।

মামলার বাদী আখতারুজ্জামান বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে মামলা করা হয়েছে।

আব্দুস সালাম খান বলেন, ‘আমার আয়বহির্ভূত কোনো সম্পদ নেই। দুদক অনুসন্ধান করে তা বের করতে পারেনি। আমার যা স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে, তা আয়কর বিবরণীতে উল্লেখ আছে। আমার বিরুদ্ধে দুদকে কোনো মামলা হয়েছে কি না তা জানা নেই।’

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক শফিউল্লাহ বলেন, এখনো মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়নি। নিয়োগের পর তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে গ্রেপ্তার করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত