Ajker Patrika

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৭
চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

মির্জাপুরে গোলাম রাব্বি (২৪) নামের যুবকে গলা কেটে হত্যার পর তাঁর অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

গোলাম রাব্বি উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে অপরিচিত তিন যাত্রী বরাটি যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশাটি ভাড়া করেন। পরে বুধবার সকালে ভাতগ্রাম পশ্চিমপাড়া রাস্তার পাশের ডোবায় রাব্বির একটি মরদেহ দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই তিনজন যাত্রীবেশে অটোটি ভাড়া করেন বলে ধারণা করা হচ্ছে। পরে সুবিধামতো জায়গায় তাঁকে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু জানান, মামলার প্রস্তুতি চলছে (বুধবার বিকেল পর্যন্ত)। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করেছে।

মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত