নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক আলোচনা-সমালোচনার পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন মুশতাক।
জানতে চাইলে আজকের পত্রিকাকে খন্দকার মুশতাক আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দাতা সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
পদত্যাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানা যায়, ২৫ মার্চ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন মুশতাক আহমেদ। তবে এ ঘটনা জানাজানি হয় গত জুনের শুরুতে। এর আগে অবশ্য আরও দুটি বিয়ে করেছিলেন মুশতাক আহমেদ, যা পরে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই পরিবারগুলোতে ১ ছেলে, ১ মেয়ে রয়েছেন।
গত ৩১ মে ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি)। কমিটির প্রধান করা হয় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে। কমিটিকে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। এর আগে সিনথিয়ার বাবা সাইফুল ইসলাম অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও এবং ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
অনেক আলোচনা-সমালোচনার পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন মুশতাক।
জানতে চাইলে আজকের পত্রিকাকে খন্দকার মুশতাক আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দাতা সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
পদত্যাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানা যায়, ২৫ মার্চ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন মুশতাক আহমেদ। তবে এ ঘটনা জানাজানি হয় গত জুনের শুরুতে। এর আগে অবশ্য আরও দুটি বিয়ে করেছিলেন মুশতাক আহমেদ, যা পরে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই পরিবারগুলোতে ১ ছেলে, ১ মেয়ে রয়েছেন।
গত ৩১ মে ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি)। কমিটির প্রধান করা হয় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে। কমিটিকে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। এর আগে সিনথিয়ার বাবা সাইফুল ইসলাম অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও এবং ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে