নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক আলোচনা-সমালোচনার পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন মুশতাক।
জানতে চাইলে আজকের পত্রিকাকে খন্দকার মুশতাক আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দাতা সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
পদত্যাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানা যায়, ২৫ মার্চ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন মুশতাক আহমেদ। তবে এ ঘটনা জানাজানি হয় গত জুনের শুরুতে। এর আগে অবশ্য আরও দুটি বিয়ে করেছিলেন মুশতাক আহমেদ, যা পরে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই পরিবারগুলোতে ১ ছেলে, ১ মেয়ে রয়েছেন।
গত ৩১ মে ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি)। কমিটির প্রধান করা হয় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে। কমিটিকে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। এর আগে সিনথিয়ার বাবা সাইফুল ইসলাম অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও এবং ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
অনেক আলোচনা-সমালোচনার পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন মুশতাক।
জানতে চাইলে আজকের পত্রিকাকে খন্দকার মুশতাক আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দাতা সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
পদত্যাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
জানা যায়, ২৫ মার্চ ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন মুশতাক আহমেদ। তবে এ ঘটনা জানাজানি হয় গত জুনের শুরুতে। এর আগে অবশ্য আরও দুটি বিয়ে করেছিলেন মুশতাক আহমেদ, যা পরে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই পরিবারগুলোতে ১ ছেলে, ১ মেয়ে রয়েছেন।
গত ৩১ মে ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি)। কমিটির প্রধান করা হয় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে। কমিটিকে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। এর আগে সিনথিয়ার বাবা সাইফুল ইসলাম অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও এবং ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫