মিজানুর রহমান, তানোর
রাজশাহীর তানোর উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে কলেজশিক্ষার্থীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা খোয়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোন ব্যাংকিং সম্পর্কে সীমিত জ্ঞান ও সরলতার সুযোগে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিতে ফাঁদ পাতছে প্রতারকেরা।
গত দুই সপ্তাহে উপজেলার ২৫-৩০ জন শিক্ষার্থী এই চক্রের ফাঁদে পড়ে তাদের উপবৃত্তির টাকা খুইয়েছে বলে বিকাশ এজেন্টের কয়েকটি দোকান ঘুরে জানা গেছে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থী ও বিকাশ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা এসেছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পর মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রতারক চক্রের কল আসে। বলা হয়, ‘হ্যালো, আমি বিকাশ থেকে বলছি। আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম হচ্ছে। আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেব। তার আগে দেখেন আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকেছে কি না। যদি টাকা ঢুকে থাকে, তবে ওই টাকা আপনি তুলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস থেকে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ না করে নেবেন।’ এভাবে কথার মারপ্যাঁচে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
গতকাল মঙ্গলবার তানোরের কলমা থেকে তালন্দ পর্যন্ত বিকাশের ছয়টি দোকানের এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি নয়জন গ্রাহক তাঁদের কাছে বিকাশের টাকা খোয়ানোর অভিযোগ নিয়ে এসেছেন।
উপজেলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিম জানায়, বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি কৌশলে তার কাছ থেকে পিন নম্বর নিয়ে উপবৃত্তির সব টাকা হাতিয়ে নিয়েছেন।
তানোর পৌর এলাকার বাসিন্দা কলেজশিক্ষার্থী আলামিন হোসেন বলে, ‘আমার বিকাশে আগেই কিছু টাকা ছিল। গত সোমবার উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা আসে। কিন্তু প্রতারকেরা আমার সব টাকা কেড়ে নিল।’
তানোর সদরের বিকাশ কাস্টমার কেয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের করণীয় কী আছে? গ্রাহকদের টাকা উত্তোলন বা অন্যান্য ক্ষেত্রে পিন নম্বর সংরক্ষণে নিজেদের সতর্ক থাকা দরকার।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়, সে ব্যাপারে তানোরের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে মেসেজ দিচ্ছি। শিক্ষকেরা দ্রুত বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর তানোর উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে কলেজশিক্ষার্থীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া টাকা খোয়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোন ব্যাংকিং সম্পর্কে সীমিত জ্ঞান ও সরলতার সুযোগে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিতে ফাঁদ পাতছে প্রতারকেরা।
গত দুই সপ্তাহে উপজেলার ২৫-৩০ জন শিক্ষার্থী এই চক্রের ফাঁদে পড়ে তাদের উপবৃত্তির টাকা খুইয়েছে বলে বিকাশ এজেন্টের কয়েকটি দোকান ঘুরে জানা গেছে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিক্ষার্থী ও বিকাশ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা এসেছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পর মোবাইলে অপরিচিত নম্বর থেকে প্রতারক চক্রের কল আসে। বলা হয়, ‘হ্যালো, আমি বিকাশ থেকে বলছি। আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম হচ্ছে। আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেব। তার আগে দেখেন আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকেছে কি না। যদি টাকা ঢুকে থাকে, তবে ওই টাকা আপনি তুলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস থেকে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ না করে নেবেন।’ এভাবে কথার মারপ্যাঁচে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নেয় বিকাশ অ্যাকাউন্টের সব টাকা।
গতকাল মঙ্গলবার তানোরের কলমা থেকে তালন্দ পর্যন্ত বিকাশের ছয়টি দোকানের এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি নয়জন গ্রাহক তাঁদের কাছে বিকাশের টাকা খোয়ানোর অভিযোগ নিয়ে এসেছেন।
উপজেলার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসনিম জানায়, বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি কৌশলে তার কাছ থেকে পিন নম্বর নিয়ে উপবৃত্তির সব টাকা হাতিয়ে নিয়েছেন।
তানোর পৌর এলাকার বাসিন্দা কলেজশিক্ষার্থী আলামিন হোসেন বলে, ‘আমার বিকাশে আগেই কিছু টাকা ছিল। গত সোমবার উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা আসে। কিন্তু প্রতারকেরা আমার সব টাকা কেড়ে নিল।’
তানোর সদরের বিকাশ কাস্টমার কেয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের করণীয় কী আছে? গ্রাহকদের টাকা উত্তোলন বা অন্যান্য ক্ষেত্রে পিন নম্বর সংরক্ষণে নিজেদের সতর্ক থাকা দরকার।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয়, সে ব্যাপারে তানোরের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে মেসেজ দিচ্ছি। শিক্ষকেরা দ্রুত বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে কেউ আসেনি। এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫