নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ‘রুবেল সিন্ডিকেটের’ প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, রুবেল সিন্ডিকেটের মূল হোতা রুবেল। তিনি দুবাইয়ে বসে অবৈধ পাচার চক্রটি নিয়ন্ত্রণ করছেন। দুই বছরে ৭০ থেকে ৮০ জনকে এই চক্রের মাধ্যমে ইউরোপে পাচার করেছেন। ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা।
গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মাদারীপুর, গোপালগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রুবেল সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিক, আজিজুল হক, মিজানুর রহমান মিজান, নাজমুল হুদা, সিমা আক্তার, হেলেনা বেগম ও পলি আক্তার।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, রুবেল ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিবিয়ায় অবস্থানের সময় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে মানব পাচারসংক্রান্ত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রুবেল দুবাই অবস্থান করে সিন্ডিকেটটি পরিচালনা করছেন। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে মানব পাচারের চক্রটি পরিচালিত হচ্ছে। এই চক্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুবেলের স্ত্রী গ্রেপ্তার সীমা, ভাগনে আশিক, হেলেনা ও পলি। তাঁরা পাসপোর্ট, অর্থ সংগ্রহ ও লেনদেনের কাজ করতেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তাঁদের কাছ থেকে উদ্ধার করা একটি খাতা থেকে আমরা জানতে পারি, গত দুই বছরে ৭০ থেকে ৮০ জন ব্যক্তিকে তাঁরা পাচার করেছেন। তাঁদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩ কোটি টাকা। এসব লোকের বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর এলাকায়।
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ‘রুবেল সিন্ডিকেটের’ প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, রুবেল সিন্ডিকেটের মূল হোতা রুবেল। তিনি দুবাইয়ে বসে অবৈধ পাচার চক্রটি নিয়ন্ত্রণ করছেন। দুই বছরে ৭০ থেকে ৮০ জনকে এই চক্রের মাধ্যমে ইউরোপে পাচার করেছেন। ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা।
গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মাদারীপুর, গোপালগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রুবেল সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিক, আজিজুল হক, মিজানুর রহমান মিজান, নাজমুল হুদা, সিমা আক্তার, হেলেনা বেগম ও পলি আক্তার।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, রুবেল ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিবিয়ায় অবস্থানের সময় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে মানব পাচারসংক্রান্ত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রুবেল দুবাই অবস্থান করে সিন্ডিকেটটি পরিচালনা করছেন। বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের মাধ্যমে মানব পাচারের চক্রটি পরিচালিত হচ্ছে। এই চক্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুবেলের স্ত্রী গ্রেপ্তার সীমা, ভাগনে আশিক, হেলেনা ও পলি। তাঁরা পাসপোর্ট, অর্থ সংগ্রহ ও লেনদেনের কাজ করতেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘তাঁদের কাছ থেকে উদ্ধার করা একটি খাতা থেকে আমরা জানতে পারি, গত দুই বছরে ৭০ থেকে ৮০ জন ব্যক্তিকে তাঁরা পাচার করেছেন। তাঁদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ৩ কোটি টাকা। এসব লোকের বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর এলাকায়।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে