প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাতে মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান মামলা করেন।
মামলার আসামিরা হলেন নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তাঁর স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলাম।
জানা গেছে, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ম্যানেজারের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে মেয়রের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র জানান, তিনি স্বাক্ষর করেননি। মেয়র বিষয়টি বুঝতে পারলে রেখা বেগম ও তাঁর স্বামীকে পুলিশের হাতে তুলে দেন।
নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বলেন, 'কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছি।'
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাতে মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান মামলা করেন।
মামলার আসামিরা হলেন নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তাঁর স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলাম।
জানা গেছে, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ম্যানেজারের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে মেয়রের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র জানান, তিনি স্বাক্ষর করেননি। মেয়র বিষয়টি বুঝতে পারলে রেখা বেগম ও তাঁর স্বামীকে পুলিশের হাতে তুলে দেন।
নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বলেন, 'কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছি।'
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে