৪ দিন আগে বিয়ে করেছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  পিরোজপুর প্রতিনিধি
Thumbnail image
রাকিব জমাদ্দার। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিয়ের চার দিনের মাথায় নির্মাণাধীন সেতুর গর্তে পড়ে রাকিব জমাদ্দার (২৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামের একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার চরখালী-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার জেলার ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। রাকিব জমাদ্দারের স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছে। যেহেতু নিহতের বাড়ি পাশের মঠবাড়িয়া থানা এলাকায়, তাই আমরা সেই থানায় যোগাযোগ করেছি। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিহত রাকিব জমাদ্দারের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তাঁর বন্ধু সুব্রত ভান্ডারিয়ার আনসারখালী এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে মঠবাড়িয়ার ভগীরথপুরে ফিরছিলেন। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করেছেন। বিয়ের মেহেদী শুকানোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ভান্ডারিয়া থানা এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত