Ajker Patrika

‘প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ, গ্রেপ্তার ৪

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৯: ১১
বরগুনায় আওয়ামী লীগ নেতাদের ঈদের উপহার বিতরণ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বরগুনায় আওয়ামী লীগ নেতাদের ঈদের উপহার বিতরণ। ছবি: ভিডিও থেকে নেওয়া

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে তাঁর পক্ষ থেকে বরগুনা পৌর শহরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আজ রোববার আওয়ামী লীগ নেতাসহ চারজনকে বিশেষ আইনে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান খোকনের বাসায় জয় বাংলা পরিষদ ব্যানারে ও শেখ হাসিনার নামে গতকাল শনিবার রাতে এই উপহার বিতরণ করা হয়। পরে এ ঘটনার একটি প্রায় তিন মিনিটের ভিডিও বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লার ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, জেলা যুবলীগের নেতা তানভির সিদ্দিকী, সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা, শ্রমিক লীগের জেলা আহ্বায়ক আবদুল হালিম মোল্লাসহ কয়েকজন উপহারের প্যাকেট বিতরণ করেন। প্যাকেটে লেখা ছিল ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদসামগ্রী উপহার’।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান খোকনসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা শনিবার রাতেই শহরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে বরগুনা প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বরগুনায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জয় বাংলা স্লোগান দিয়ে শান্ত বরগুনাকে আবার অশান্ত করে তুলছে। বরগুনায় এই ফ্যাসিস্টরা অনেকবার বিভিন্ন ব্যানারে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে তাদের অবস্থান জানান দিয়েছে। এই ফ্যাসিস্টদের ভিডিও দেখে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার বলেন, ‘এই আওয়ামী লীগ স্বৈরাচারদের বরগুনায় ঠাঁই নেই। খুনি শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলে, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” এই বরগুনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো স্থান হবে না। আমাদের দাবি যারা এই কার্যক্রম চালিয়েছে, ভিডিও দেখে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত