Ajker Patrika

আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়ারউদ্দিন উপজেলার চক্রিবাড়ি গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার ওরফে রাজ্জাক (৩৭), বারপাইকা গ্রামের ইব্রাহিম ফকিরের ছেলে শাহীন ফকির (৩০) ও সোমাইরপাড় গ্রামের মৃত সালাম গোমস্তার ছেলে রাজু গোমস্তাকে (২৮) বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন পলাতক আসামিদের আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত