Ajker Patrika

সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের বিভিন্ন স্থানে ঈদ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৮: ০৫
বরিশালে ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের কোলাকুলি। ছবি: আজকের পত্রিকা
বরিশালে ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের কোলাকুলি। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার বরিশালের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহবাদ জাহাগীরিয়া শাহ সুফি দরবার শরিফে, সাতকানিয়ার মির্জাখালী দরবার শরিফে ও আহমাদিয়া জামাত অনুসারীরা এই ঈদ উদ্‌যাপন করছেন। তাঁরা পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে এর সঙ্গে মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

আজ সকাল ৯টায় নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠি হাজিবাড়ি শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, এ ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাঁজকাঠিসহ আশপাশের প্রায় ৫ শতাধিক পরিবার ঈদ পালন করছে।

নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু জানান, তাঁদের ওয়ার্ডে ঈদ পালন করছে প্রায় ১ হাজার পরিবার।

আজ নগরের ৭টিসহ বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত