রাস্তায় রাখা স মিলের গাছচাপায় প্রাণ গেল শিশুর

মুলাদি (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৫: ২৭
Thumbnail image
স-মিল সামনে কাঁদছেন নিহতের শিশু স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদিতে রাস্তায় রাখা স মিলের গাছের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজারের কাছে বাবুল সিকদারের স মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইয়াসিন সিকদার। সে দক্ষিণ গাছুয়া গ্রামের বায়েজিদ সিকদারের ছেলে। বাড়ির পাশে স মিলের সামনে খেলতে গিয়ে গাছের চাপায় মারা যায়।

প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক মো. সেলিম হোসেন জানান, গলইভাঙ্গা বাজার এলাকার বাবুল সিকদারের স মিলের গাছ অবৈধভাবে রাস্তায় রাখা হয়। সোমবার সন্ধ্যার দিকে শিশু ইয়াসিন গাছের ওপরে উঠে খেলছিল। একপর্যায়ে গাছ গড়িয়ে পড়লে দুই গুঁড়ির মাঝে শিশুটি চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাস্তায় গাছ রাখার বিষয়ে জানতে চাইলে স মিলের মালিক বাবুল সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার শ্রমিকেরা মিলে গাছ নিতে বিলম্ব করায় কিছু সময়ের জন্য রাস্তায় ছিল। ওই সময়ে শিশুটি গাছের ওপর উঠলে দুর্ঘটনা ঘটে।

মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত