ছাত্রসংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে বিএম কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২২: ২১
Thumbnail image
ছাত্রসংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) ছাত্রসংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কলেজে সেশন ফির পূর্ণাঙ্গ রসিদ শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না। কলেজে অডিটরিয়াম, ক্যানটিন দীর্ঘদিন যাবৎ বন্ধ। ক্যাম্পাসে চিকিৎসক নিয়োগ না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। লাইব্রেরিতে দীর্ঘদিন যাবৎ অযত্নে নষ্ট হচ্ছে হাজার হাজার বই। এগুলোকে পাঠ উপযোগী করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া দরকার।

স্মারকলিপিতে আরও বলা হয়, বর্ষাকালে জলাবদ্ধতা ক্যাম্পাসের বড় একটি সমস্যা। কলেজে নামমাত্র সাতটি আবাসিক হল থাকলেও অধিকাংশই বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য ছাত্রসংসদ নির্বাচন অতি জরুরি।

ছাত্র ইউনিয়নের বিএম কলেজ সংসদের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, ‘এসব দাবি বাস্তবায়নে বিগত প্রশাসনের নির্লিপ্ততা শিক্ষার্থীদের আশাহত করেছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন প্রশাসন কলেজের সংকটগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে বলে আমরা আশাবাদী। অন্যথায় শিক্ষার্থীরা দাবি আদায়ে কঠোর কর্মসূচি পালন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত