Ajker Patrika

পরশুরামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করাতকলের শ্রমিক গ্রেপ্তার

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২১: ৩৭
পরশুরামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করাতকলের শ্রমিক গ্রেপ্তার

ফেনীর পরশুরামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১৫) ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মা বাদী হয়ে গতকাল বুধবার রাতে পরশুরাম থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্ত যুবক মো. মহিন উদ্দিনকে (১৮) গ্রেপ্তার করেছে।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে মহিন উদ্দিনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মহিন উদ্দিন মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের বাসিন্দা। তিনি করাতকলের শ্রমিক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মা পাশের বাড়িতে ধান শুকাতে যান। এ সময় মহিন ওই ছাত্রীর বাবাকে খোঁজার অজুহাতে ঘরে ঢুকে তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে মহিন পালিয়ে যান।

এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে পরশুরাম থানায় মহিনকে আসামি করে ধর্ষণের মামলা করলে পুলিশ গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান আজকের পত্রিকাকে বলেন, আসামি মহিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত