খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতসহ আওয়ামী লীগের প্রায় সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০৩ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে এ মামলা দায়ের করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা।
আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ ১০৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
বেদারুল ইসলাম আরও জানান, আমলি আদালত মামলাটি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে থানায় এ ধরনের লিখিত কোনো নির্দেশনা এখনো পাইনি।’
প্রসঙ্গত, গত শুক্রবার খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতসহ আওয়ামী লীগের প্রায় সাড়ে ৩ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মামলায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১০৩ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে এ মামলা দায়ের করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা।
আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী বেদারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ ১০৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
বেদারুল ইসলাম আরও জানান, আমলি আদালত মামলাটি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বিষয়টি শুনেছি। তবে থানায় এ ধরনের লিখিত কোনো নির্দেশনা এখনো পাইনি।’
প্রসঙ্গত, গত শুক্রবার খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে