ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

ফেনী প্রতিনিধি
Thumbnail image
নজির আহাম্মদ। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর জামায়াতের শুরা সদস্য নজির আহাম্মদ। আজ বুধবার বিআরডিবির অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নির্বাচনে চেয়ার প্রতীকে সর্বোচ্চ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদের পল্লী ভবনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতির ৬৬ জন প্রতিনিধি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিলেন ৬৭ জন।

ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী। এ ছাড়া নির্বাচনকেন্দ্রে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, তাঁর স্ত্রীসহ বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিটির সভাপতি ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল বলেন, নির্বাচনে সভাপতি পদে নজির আহাম্মদ চেয়ার প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। মোট ৬৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সহসভাপতি একজন ও ৬ জন সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রতন চন্দ্র পাল আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জীবন চন্দ্র পাল ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু নোময়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত