Ajker Patrika

জালিয়াতি করে ২২ বছর কারারক্ষী, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৮: ০২
জালিয়াতি করে ২২ বছর কারারক্ষী, অবশেষে গ্রেপ্তার

আরেকজনের বদলে ২২ বছর কারারক্ষীর চাকরি করার ঘটনায় জালিয়াতির মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মো. তাজুল ইসলাম (৪২) নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান। 

তাজুল ব্রাহ্মণপাড়া উজেলার দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর গ্রামের মো. নুর উদ্দিন খানের ছেলে মো. মঈন উদ্দিন পরিচয়ে জালিয়াতির মাধ্যমে কারারক্ষীর চাকরি করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে সাংবাদিকদের মেজর সাকিব হোসেন বলেন, মঈন উদ্দিন খান ২০০১ সালে কারারক্ষী পদে উত্তীর্ণ হন। তখন তাজুলসহ দুজন তাঁর বাড়িতে গিয়ে কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করে। মঈন উদ্দিন ঘুষ দিয়ে চাকরি করবে না বলে জানিয়ে দেন।

‘এরপর মঈন উদ্দিন খানের ঠিকানা ব্যবহার করে তাঁর স্থলে কারারক্ষীর চাকরি শুরু করে তাজুল ইসলাম। সম্প্রতি জাতীয় বেতন স্কেলের জন্য তথ্য হালনাগাদ করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জালিয়াতির মামলা করেন। এর পর থেকে তাজুল ইসলাম পলাতক ছিলেন।’ 

এ সময় তিন সেট কারারক্ষী ইউনিফর্ম, একটি কারারক্ষী জ্যাকেট, এক সেট কারারক্ষী রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রাদি উদ্ধার করা হয় বলে এই কর্মকর্তা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত