কুমিল্লা প্রতিনিধি
আরেকজনের বদলে ২২ বছর কারারক্ষীর চাকরি করার ঘটনায় জালিয়াতির মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মো. তাজুল ইসলাম (৪২) নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান।
তাজুল ব্রাহ্মণপাড়া উজেলার দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর গ্রামের মো. নুর উদ্দিন খানের ছেলে মো. মঈন উদ্দিন পরিচয়ে জালিয়াতির মাধ্যমে কারারক্ষীর চাকরি করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।
আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে সাংবাদিকদের মেজর সাকিব হোসেন বলেন, মঈন উদ্দিন খান ২০০১ সালে কারারক্ষী পদে উত্তীর্ণ হন। তখন তাজুলসহ দুজন তাঁর বাড়িতে গিয়ে কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করে। মঈন উদ্দিন ঘুষ দিয়ে চাকরি করবে না বলে জানিয়ে দেন।
‘এরপর মঈন উদ্দিন খানের ঠিকানা ব্যবহার করে তাঁর স্থলে কারারক্ষীর চাকরি শুরু করে তাজুল ইসলাম। সম্প্রতি জাতীয় বেতন স্কেলের জন্য তথ্য হালনাগাদ করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জালিয়াতির মামলা করেন। এর পর থেকে তাজুল ইসলাম পলাতক ছিলেন।’
এ সময় তিন সেট কারারক্ষী ইউনিফর্ম, একটি কারারক্ষী জ্যাকেট, এক সেট কারারক্ষী রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রাদি উদ্ধার করা হয় বলে এই কর্মকর্তা জানান।
আরেকজনের বদলে ২২ বছর কারারক্ষীর চাকরি করার ঘটনায় জালিয়াতির মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মো. তাজুল ইসলাম (৪২) নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান।
তাজুল ব্রাহ্মণপাড়া উজেলার দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুর গ্রামের মো. নুর উদ্দিন খানের ছেলে মো. মঈন উদ্দিন পরিচয়ে জালিয়াতির মাধ্যমে কারারক্ষীর চাকরি করতেন বলে মামলায় অভিযোগ করা হয়।
আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে সাংবাদিকদের মেজর সাকিব হোসেন বলেন, মঈন উদ্দিন খান ২০০১ সালে কারারক্ষী পদে উত্তীর্ণ হন। তখন তাজুলসহ দুজন তাঁর বাড়িতে গিয়ে কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করে। মঈন উদ্দিন ঘুষ দিয়ে চাকরি করবে না বলে জানিয়ে দেন।
‘এরপর মঈন উদ্দিন খানের ঠিকানা ব্যবহার করে তাঁর স্থলে কারারক্ষীর চাকরি শুরু করে তাজুল ইসলাম। সম্প্রতি জাতীয় বেতন স্কেলের জন্য তথ্য হালনাগাদ করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জালিয়াতির মামলা করেন। এর পর থেকে তাজুল ইসলাম পলাতক ছিলেন।’
এ সময় তিন সেট কারারক্ষী ইউনিফর্ম, একটি কারারক্ষী জ্যাকেট, এক সেট কারারক্ষী রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রাদি উদ্ধার করা হয় বলে এই কর্মকর্তা জানান।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫