Ajker Patrika

নাফ নদী থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ কেজির বেশি আইস উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
নাফ নদী থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ কেজির বেশি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ হাজার ইয়াবা ও ৪ দশমিক ১৭৫ কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের জালিয়ারদ্বীপ থেকে এসব উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া মাদক আইস এযাবৎকালের সর্বোচ্চ চালান বলে দাবি বিজিবির। তবে এসব মাদক উদ্ধার করা হলেও চোরাকারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবির বিশেষ টহল দল।

আজ বেলা ১১টার দিকে বিজিবি-২-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়। 

এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে ঢোকার সংবাদ পাই। এরপর দমদমিয়া বিওপির বিশেষ টহল দল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে হাতে চালিত একটি নৌকা নাফ নদী হয়ে জালিয়ারদ্বীপের কাছাকাছি চলে আসে। এ সময় বিজিবির অবস্থান নেওয়া টহল দল এটি থামানোর সংকেত দেয়। কিন্তু তারা সাড়া না দিয়ে নৌকাটি ঘুরিয়ে মিয়ানমারের দিকে ফিরে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে বিজিবির টহল দল নৌকাটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর চোরাকারবারিরা নৌকাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এতে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ওই সব মাদক উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।’

বিজিবির এই অধিনায়ক আরও বলেন, ওই এলাকায় চোরাকারবারিদের আটকের লক্ষ্যে বেশ কিছু সময় অভিযান চালানোর পরেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত