নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে রুপালি ব্যাংকের ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা আত্মসাতের দায়ে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে ৮ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করে মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে।
আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ।
সাজাপ্রাপ্তরা হলেন, ব্যবসায়ী মো. সিরাজ মিয়া, রুপালী ব্যাংক, খাতুনগঞ্জের আমির মার্কেট শাখার প্রাক্তন ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম ও প্রাক্তন অফিসার আবু কায়সার চৌধুরী। রায় ঘোষণার সময় তিনজনই অনুপস্থিত ছিলেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই কারণে তিন আসামিকে আদালতের বিচারক সাজা ও জরিমানা করেছেন।’
রায়ের বিবরণ থেকে জানা গেছে, ১৯৯২ সালে সিরাজ মিয়া উল্লেখিত শাখায় একটি চলতি হিসাব খোলেন। এরপর তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে ১৯৯০ সালে ৯ জানুয়ারি থেকে ১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর হিসাবে লেনদেন করেন। নিজের টাকার অতিরিক্ত ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা আত্মসাৎ করেন। এই কাজে ব্যাংকের দুই কর্মকর্তা সহযোগিতা করেন বলে মামলার রায়ে উঠে এসেছে। এই ঘটনায় ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
রায়ে সাজাপ্রাপ্ত সিরাজ মিয়াকে একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
রায়ে আসামি লুৎফুল করিমকে একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন বিচারক।
আসামি আবু কায়সারকে এক ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আরেকটি ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে তাঁকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে রুপালি ব্যাংকের ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা আত্মসাতের দায়ে দুই ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে ৮ কোটি ১৯ লাখ টাকা জরিমানা করে মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে।
আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ।
সাজাপ্রাপ্তরা হলেন, ব্যবসায়ী মো. সিরাজ মিয়া, রুপালী ব্যাংক, খাতুনগঞ্জের আমির মার্কেট শাখার প্রাক্তন ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম ও প্রাক্তন অফিসার আবু কায়সার চৌধুরী। রায় ঘোষণার সময় তিনজনই অনুপস্থিত ছিলেন।
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের সামনে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই কারণে তিন আসামিকে আদালতের বিচারক সাজা ও জরিমানা করেছেন।’
রায়ের বিবরণ থেকে জানা গেছে, ১৯৯২ সালে সিরাজ মিয়া উল্লেখিত শাখায় একটি চলতি হিসাব খোলেন। এরপর তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে ১৯৯০ সালে ৯ জানুয়ারি থেকে ১৯৯২ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর হিসাবে লেনদেন করেন। নিজের টাকার অতিরিক্ত ১ কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৩৯৯ টাকা আত্মসাৎ করেন। এই কাজে ব্যাংকের দুই কর্মকর্তা সহযোগিতা করেন বলে মামলার রায়ে উঠে এসেছে। এই ঘটনায় ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
রায়ে সাজাপ্রাপ্ত সিরাজ মিয়াকে একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। অপর ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
রায়ে আসামি লুৎফুল করিমকে একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ৩ কোটি টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপর ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন বিচারক।
আসামি আবু কায়সারকে এক ধারায় ৮ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আরেকটি ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে তাঁকে আরও ৬ মাসের কারাভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫