লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
আটক সাজু আক্তার হামছাদী এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি মো. জুয়েল হোসেনের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসাসহ অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। জুয়েলকে ধরতে নানা সময়ে একাধিক অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি।
জুয়েল নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জুয়েল।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, মো. জুয়েল মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। জুয়েলকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল জব্দ করা হয়। এ সময় জুয়েলের স্ত্রী সাজু আক্তারকে আটক করা হয়েছে। অস্ত্র ও মাদক বেচাকেনায় জুয়েলের স্ত্রী সাজু আক্তারও জড়িত রয়েছেন।
সাজু আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।
আটক সাজু আক্তার হামছাদী এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি মো. জুয়েল হোসেনের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসাসহ অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। জুয়েলকে ধরতে নানা সময়ে একাধিক অভিযান চালানো হলেও আটক করা সম্ভব হয়নি।
জুয়েল নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জুয়েল।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, মো. জুয়েল মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। জুয়েলকে ধরতে পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল জব্দ করা হয়। এ সময় জুয়েলের স্ত্রী সাজু আক্তারকে আটক করা হয়েছে। অস্ত্র ও মাদক বেচাকেনায় জুয়েলের স্ত্রী সাজু আক্তারও জড়িত রয়েছেন।
সাজু আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪