কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’-এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় র্যাব মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আজ রোববার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
এর আগে গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রতন গ্রুপের ছয় আসামিকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার, চারটি বড় ছোরা একটি এন্ট্রিকাটার উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রুপের দলনেতা নগরীর ফৌজদারি মফিজাবাদ কলোনির আবুল কাশেম মিয়ার ছেলে মো. রতন (২০), মো. জহির মিয়ার ছেলে মো. আকাশ হোসেন (২০), মো. শাহালম মিয়ার ছেলে মো. সিয়াম হোসেন (২০), ভাটপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. তানজীদ (১৯), কালিয়াজুড়ির মৃত মো. ফয়েজ মিয়ার ছেলে মো. ইয়াসিন আরাফাত রাসেল (২১) এবং বাঘমারা এলাকার মোহন মিয়ার ছেলে আসিফ হোসেন রিফাত (১৯)।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর সদস্যরা শাহাদাৎ হোসেনকে (১৭) জনবহুল রাস্তায় কুপিয়ে হত্যা করে। নিহত শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে। তিনি নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন। এ বিষয়ে গতকাল শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এদিকে হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ও স্পর্শকাতর হওয়ায় র্যাব তাৎক্ষণিকভাবে তদন্তে নেমে এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, ‘রতন গ্রুপ’-এর সদস্যরা ২ নম্বর ওয়ার্ড এবং ‘ঈগল গ্রুপ’-এর সদস্যরা ৪ ও ৫ নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ করে। এই ওয়ার্ডগুলোর মাঝে ১০ নম্বর ওয়ার্ডের ‘ধর্মসাগর পার্ক’ অবস্থিত। পার্ক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে এ দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে ১৯ আগস্ট ধর্মসাগর পার্ক থেকে ঈগুল গ্রুপের সদস্যদের ধাওয়া করে রতন গ্রুপ। একপর্যায়ে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে ‘ঈগল গ্রুপ’-এর সদস্য শাহাদাৎ হোসেনকে কুপিয়ে হত্যা করে রতন গ্রুপের সদস্যরা।
কুমিল্লা নগরীর কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ ও ‘ঈগল গ্রুপ’-এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় র্যাব মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আজ রোববার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
এর আগে গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রতন গ্রুপের ছয় আসামিকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার, চারটি বড় ছোরা একটি এন্ট্রিকাটার উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রুপের দলনেতা নগরীর ফৌজদারি মফিজাবাদ কলোনির আবুল কাশেম মিয়ার ছেলে মো. রতন (২০), মো. জহির মিয়ার ছেলে মো. আকাশ হোসেন (২০), মো. শাহালম মিয়ার ছেলে মো. সিয়াম হোসেন (২০), ভাটপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. তানজীদ (১৯), কালিয়াজুড়ির মৃত মো. ফয়েজ মিয়ার ছেলে মো. ইয়াসিন আরাফাত রাসেল (২১) এবং বাঘমারা এলাকার মোহন মিয়ার ছেলে আসিফ হোসেন রিফাত (১৯)।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর সদস্যরা শাহাদাৎ হোসেনকে (১৭) জনবহুল রাস্তায় কুপিয়ে হত্যা করে। নিহত শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে। তিনি নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন। এ বিষয়ে গতকাল শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এদিকে হত্যাকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক ও স্পর্শকাতর হওয়ায় র্যাব তাৎক্ষণিকভাবে তদন্তে নেমে এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করে।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, ‘রতন গ্রুপ’-এর সদস্যরা ২ নম্বর ওয়ার্ড এবং ‘ঈগল গ্রুপ’-এর সদস্যরা ৪ ও ৫ নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ করে। এই ওয়ার্ডগুলোর মাঝে ১০ নম্বর ওয়ার্ডের ‘ধর্মসাগর পার্ক’ অবস্থিত। পার্ক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে এ দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে ১৯ আগস্ট ধর্মসাগর পার্ক থেকে ঈগুল গ্রুপের সদস্যদের ধাওয়া করে রতন গ্রুপ। একপর্যায়ে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে ‘ঈগল গ্রুপ’-এর সদস্য শাহাদাৎ হোসেনকে কুপিয়ে হত্যা করে রতন গ্রুপের সদস্যরা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে