Ajker Patrika

বেগমগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পিটুনি, যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫: ৫৩
বেগমগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পিটুনি, যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে পিটুনি দেওয়া জহিরুল ইসলাম (৩৩) এক দিন পর মারা গেছেন। এ ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার পিটুনির শিকার জহিরুল ইসলামের মৃত্যু হয় গতকাল শনিবার রাতে। জহিরুল কুতুবপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কোরবান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যান জহিরুল। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালান বলে তার মা অভিযোগ তোলেন। ঈদ সামনে রেখে ওই দিন বিকেলে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন শিশুটির বাবা। স্ত্রীর কাছে ঘটনা শুনে ক্ষিপ্ত হয়ে জহিরুলকে পিটিয়ে জখম করেন তিনি।

ওই দিন চিকিৎসা না নেওয়ায় শনিবার রাতে জহিরুলের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন এলাকার লোকজন তাঁকে স্থানীয় কিত্তনের হাটে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। কিন্তু এ সময় অবস্থার আরও অবনতি হলে চৌমুহনী নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, জহিরুলের মৃত্যুর পর শিশুটির বাবা পালিয়েছেন। পরে রাতেই শিশুটির মাকে আটক করা হয়।

মাহবুবুর রহমান আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত