Ajker Patrika

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭: ৫১
রিনা বেগমের জখম হওয়া পা। ছবি: আজকের পত্রিকা
রিনা বেগমের জখম হওয়া পা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে এক ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

দাম্পত্য কলহের জেরে গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত রিনা বেগম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার কসাইবাড়ির আলমগীর হোসেনের স্ত্রী। পেশায় নির্মাণশ্রমিক আলমগীর স্ত্রী-সন্তানদের নিয়ে কালু হাজী সড়কের ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ ও রিনার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাওয়া শেষে রিনা ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী আলমগীর পরে বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর ওপর হামলা চালান। একপর্যায়ে তিনি আহত রিনাকে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে প্রতিবেশীরা এসে ওই নারীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, ‘রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ। ঢাকা থেকে এসে থানায় মামলা করা হবে। কোনো কারণ ছাড়া আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে মাদক সেবনের সঙ্গে জড়িত।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রিনা বেগম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দেন আলমগীর হোসেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

ভারত নির্ভরতা কাটাতে নীতি তৈরি করেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত