হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে জমিতে পুকুর থেকে পানি সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাদশা মিয়া (৪২) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ মাহাবুব (৫০) নামের একজনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাদশা মিয়ার স্ত্রী রেহেনা আক্তার থানায় হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।
এ নিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরে এ হাবিব ফয়সাল বলেন, বাদশা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদশা মিয়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে। দুই মাস আগে তিনি ওমান থেকে দেশে আসেন।
নিহতের শ্যালক নুরুল মোমেন জানান, মাহাবুব আজ সকালে বাদশা মিয়ার পৈতৃক পুকুর থেকে শ্যালো মেশিন দিয়ে ফসলি জমিতে পানি দেওয়ার চেষ্টা করেন। শুষ্ক মৌসুমে পুকুরে পানি কম থাকায় বাদশা তাঁকে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহাবুব ক্ষিপ্ত হয়ে বাদশাকে বেধড়ক মারধর করেন। পরে উদ্ধার করে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের হাটহাজারীতে জমিতে পুকুর থেকে পানি সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাদশা মিয়া (৪২) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মোহাম্মদ মাহাবুব (৫০) নামের একজনকে আটক করেছে। আজ শনিবার দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাদশা মিয়ার স্ত্রী রেহেনা আক্তার থানায় হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।
এ নিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরে এ হাবিব ফয়সাল বলেন, বাদশা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাদশা মিয়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে। দুই মাস আগে তিনি ওমান থেকে দেশে আসেন।
নিহতের শ্যালক নুরুল মোমেন জানান, মাহাবুব আজ সকালে বাদশা মিয়ার পৈতৃক পুকুর থেকে শ্যালো মেশিন দিয়ে ফসলি জমিতে পানি দেওয়ার চেষ্টা করেন। শুষ্ক মৌসুমে পুকুরে পানি কম থাকায় বাদশা তাঁকে বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মাহাবুব ক্ষিপ্ত হয়ে বাদশাকে বেধড়ক মারধর করেন। পরে উদ্ধার করে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে