Ajker Patrika

মিরসরাইয়ে র‍্যাবের ওপর হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে র‍্যাবের ওপর হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার 

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাবের ওপর হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিল ফেনীর জেলার ছাগলনাইয়া থানার চম্পকনগর এলাকার মো. ইউনুছের ছেলে। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। 

মো. নুরুল আবছার জানান, গত ২৫ মে র‍্যাবের একটি দল কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় যায়। সেখানে মাদক কারবারিরা একত্রিত হয়ে র‍্যাবের গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তাঁরা ব্যারিকেড দিতে ব্যর্থ হলে পরবর্তীতে বারইয়ারহাট ফুটওভার ব্রিজ এলাকায় ২টি কাভার্ডভ্যান রেখে রাস্তা বন্ধ করে ডাকাত ডাকাত বলে চিৎকার করে গুজব ছড়ায়। এ সময় দুষ্কৃতকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে র‍্যাবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় র‍্যাবের দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হন এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করে। এ ঘটনার প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি, সিসি টিভির ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে ২৬ মে জোরারগঞ্জ ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করে। 
 
র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, র‍্যাবের ওপর হামলাকারী মূল হোতা মো. শাকিল ঘটনার পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান। সেখানে ২ মাস আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর টোল প্লাজায় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জোরারগঞ্জ থানা ও ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৬টি মামলা রয়েছে। 

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, র‍্যাবের ওপর হামলার মূল আসামি মো. শাকিলকে আজ বুধবার ভোরে থানায় হস্তান্তর করা হয়েছে। একইদিন দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত