ঢাবি সংবাদদাতা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হল সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) শেখ তাসনিম আফরোজ ইমি। ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত ৮ দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তিনি।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাসনিম আফরোজ ইমির অবস্থানের স্থানে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সময় উল্লেখসহ তাঁর পাঁচ দফা দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। এই আশ্বাসে ইমি অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে শামছুন নাহার হলের সাবেক ভিপি বলেন, ‘আজকে (শনিবার) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ শাহবাগে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং ৫ দফা দাবির প্রত্যেকটা সময় উল্লেখসহ বিশেষভাবে পূরণের আশ্বাস দেন। তাঁর প্রতি আস্থা রেখে আমি আপাতত আমার অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।’
শেখ তাসনিম আফরোজ ইমি গত ৮ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ৫ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
ইমির পাঁচ দফা দাবি হচ্ছে—ধর্ষণ ও বলাৎকারের বিচারের সম্পূর্ণ প্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে শেষ করে দ্রুত রায় কার্যকর করা, ৭২ ঘন্টার মধ্যে প্রতিটি থানায় নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা, আইন সংশোধন করে ধর্ষণের শিকারের পরিচয় প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর যে বিধিনিষেধ আছে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্ত করা, ধর্ষণের শিকার ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া এবং পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা, লিঙ্গ সমতা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করাসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য সরকারের উদ্যোগী ভূমিকা পালন করা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হল সংসদের সাবেক ভিপি (সহ-সভাপতি) শেখ তাসনিম আফরোজ ইমি। ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত ৮ দিন ধরে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তিনি।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাসনিম আফরোজ ইমির অবস্থানের স্থানে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সময় উল্লেখসহ তাঁর পাঁচ দফা দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। এই আশ্বাসে ইমি অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
এ বিষয়ে শামছুন নাহার হলের সাবেক ভিপি বলেন, ‘আজকে (শনিবার) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ শাহবাগে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি পরিদর্শন করেন এবং ৫ দফা দাবির প্রত্যেকটা সময় উল্লেখসহ বিশেষভাবে পূরণের আশ্বাস দেন। তাঁর প্রতি আস্থা রেখে আমি আপাতত আমার অবস্থান কর্মসূচি স্থগিত করেছি।’
শেখ তাসনিম আফরোজ ইমি গত ৮ মার্চ রাত সাড়ে ১০টা থেকে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ৫ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
ইমির পাঁচ দফা দাবি হচ্ছে—ধর্ষণ ও বলাৎকারের বিচারের সম্পূর্ণ প্রক্রিয়া ১৮০ দিনের মধ্যে শেষ করে দ্রুত রায় কার্যকর করা, ৭২ ঘন্টার মধ্যে প্রতিটি থানায় নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন ও ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার প্রতিষ্ঠা, আইন সংশোধন করে ধর্ষণের শিকারের পরিচয় প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ওপর যে বিধিনিষেধ আছে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্ত করা, ধর্ষণের শিকার ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া এবং পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা, লিঙ্গ সমতা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করাসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য সরকারের উদ্যোগী ভূমিকা পালন করা।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
৩ ঘণ্টা আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৭ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫