ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি (সেক্রেটারিয়েট) ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় শাখা সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ২ জানুয়ারি শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান অডিটরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিক যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

কমিটির অন্যরা হলেন অফিস সম্পাদক মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুজাহিদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও স্পোর্টস সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক হামিদুর রশিদ জামিল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক মো. শরীফুল ইসলাম মুয়াজ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

কমিটির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সংগঠনের সর্বোচ্চ স্তরের জনশক্তি সদস্যদের সঙ্গে আলোচনা করে, মতামতের ভিত্তিতে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।’

হল কমিটির বিষয়ে জানতে চাইলে ফরহাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংগঠন আপাতত সবকিছুর দেখভাল করবে, হলের শিক্ষার্থীদের কাছে আমাদের সাংগঠনিক আহ্বান পৌঁছানোর চেষ্টা করছি, কাজ বৃদ্ধি পেলে পরবর্তীকালে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদের জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত