Ajker Patrika

মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুনের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি 
রাজীব। ছবি: সংগৃহীত
রাজীব। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যার শিকার নারীর নাম রাজিয়া বেগম (৫০)। তিনি ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, খায়রুল ইসলামের ছেলে রাজীব নেশাগ্রস্ত। তিনি নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকায় কারাভোগ করেছেন। সম্প্রতি কারামুক্ত হয়ে রাজীব ফের নেশায় আসক্ত হন। শুক্রবার ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে রাজীব তাঁর স্ত্রী শোভা বেগমের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর শুরু করেন। ছেলের বউয়ের কান্নার শব্দে শাশুড়ি (রাজীবের মা) এসে ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় রাজীব ক্ষিপ্ত হয়ে আনারস কাটার দা দিয়ে তাঁর মাকে কোপাতে থাকেন। ধারালো দায়ের কোপে ঘটনাস্থলে রাজিয়া বেগমের মৃত্যু হয়।

এ সময় রাজীবের স্ত্রী তাঁর শাশুড়িকে রক্ষা করতে এলে ধারালো দায়ের আঘাতে তাঁর দুই হাতের কবজি ক্ষতিগ্রস্ত হয় এবং হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজীব তাতে ক্ষান্ত হননি। নিহত মাকে টেনেহিঁচড়ে পাশের আনারসবাগানে নিয়ে গর্ত করে পুঁতে ফেলার চেষ্টা চালান। এ সময় শোভার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রাজীব দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা আহত শোভা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, মাদকাসক্ত রাজীবের হাতে নৃশংসভাবে মা রাজিয়া বেগম খুন হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মাকে খুনের সঙ্গে জড়িত রাজীবকে গ্রেপ্তারের চেষ্টা ও আইনি প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি খাতে বছরে ৮ বিলিয়ন ডলার হারাবে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত