Ajker Patrika

রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫: ৫৭
রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অনলাইন সম্মেলনের প্রচার প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টারিং করছিল। এ কাজে জড়িত চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) (কনফিডেনশিয়াল) সাইদ নাসিরুল্লাহ।  

এডিসি সাইদ নাসিরুল্লাহ জানান, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর বিভিন্ন উপায়ে তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা এবং বর্তমানে পরিচালিত কোনো আইনই তারা মানে না। সংগঠনটির সদস্যরা অনলাইন মাধ্যম, বিভিন্ন এলাকায় অবস্থান ও পোস্টারিংয়ের মাধ্যমে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে, ১৮ মার্চ বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্বকে বিপন্ন করার নিমিত্তে উসকানিমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করে একটি অনলাইন সম্মেলন করে বিভিন্ন প্রচার প্রচারণা চালায়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, কার্জন হল, দোয়েল চত্বর, বংশাল থানার বিভিন্ন এলাকায় উসকানি ও উগ্রবাদী পোস্টারিংয়ের মাধ্যমে হিযবুত তাহরীর উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করা হয়। 

সিটিটিসির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর বংশাল থানার আগামসিহ লেনের বাসায় অভিযান চালিয়ে রেজওয়ান পারভেজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে হিযবুত তাহরীরের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত গোপন অ্যাপসও পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজওয়ান ঘটনার দায় স্বীকার করে জানান, তিনি হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য এবং পোস্টারিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। 

পরে রেজওয়ানের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানার একটি বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিজয় (২২), নূরে আলম মো. সিহাব উদ্দিন (৩১) ও আবু আল জিন্নাতুলকে (২২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস, হিযবুত তাহরীরের লিফলেট, পোস্টার ও বিভিন্ন বই জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম জানিয়েছে। যারা নিয়মিত এই বাসায় আসা-যাওয়া করত ও সংগঠনের কাজে সহযোগিতা করত। 

গ্রেপ্তার সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা হিযবুত তাহরীরের নীতি, আদর্শ প্রচার করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে সিটিটিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত