Ajker Patrika

শিবচরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৯ জন গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৯ জন গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকা ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে ৯ জনের বিরুদ্ধে শিবচর উপজেলার কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন আনসার আলী সরকার, খোকন আহম্মদ, মো. আজিজুল হক, হায়দুল ইসলাম কাজল, রাসেল মাদবর, কাজল খান, সিরাজুল ইসলাম, রতন মণ্ডল ও আলিমুর রহমান জনি।

এর আগে রোববার দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। 

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর উপস্থিতিতে আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনামনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘শিবচরে আড়িয়াল খাঁ নদের সঙ্গে তিনটি সেতু। একটি রেল সেতু এবং একটি নতুন অন্যটি পুরোনো সেতু। সেতুর চারপাশ খুবই সংবেদনশীল জায়গা। আড়িয়াল খাঁ অত্যন্ত ভাঙনপ্রবণ একটি নদ। এখানে একটি চক্র বিভিন্ন রকমের ধোঁকাবাজি করে নদীতে ড্রেজিং করে বালু বিক্রি করছে। নদে এমন ড্রেজিংয়ের ফলে রেলসেতুর ব্যাপক ক্ষতি হতে পারে এটা ভেবেই মূলত আমরা এখানে অভিযান পরিচালনা করি।’ 

অভিযানকালে শিবচর থানা-পুলিশ, নৌ-পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ’গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত