Ajker Patrika

রায়পুরায় প্রতিবন্ধী শিশুকে চড় দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় প্রতিবন্ধী শিশুকে চড় দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত 

নরসিংদীর রায়পুরায় মসজিদে এক প্রতিবন্ধী শিশুকে চড় থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের মারধরে চাঁন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর জানান স্বজনেরা। এর আগে শুক্রবার বেলা ২টায় উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় তাঁকে মারধরের ঘটনা ঘটে। 

চাঁন মিয়া ওই এলাকার রহম আলীর ছেলে এবং সাবেক ইউপি সদস্য রমিজ উদ্দিন ভুইয়ার ভাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

চাঁন মিয়াকে মারধর ও মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পারিবারিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাঁন মিয়ার সঙ্গে সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজে মসজিদে চাঁন মিয়া প্রতিবন্ধী এক শিশুকে চর থাপ্পড় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরে সোহেল ও চাঁন মিয়ার মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। চাঁন মিয়ার মাথায় আঘাত পান। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিতে বলেন। স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্ত পরিবারের লোকজন পালিয়েছে। 

মরজাল ইউপি সদস্য আরিফুজ্জামান আরমান বলেন, ‘শুনেছি মসজিদে এক প্রতিবন্ধী শিশুকে চড় থাপ্পড় মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মাঝে মারধরের ঘটনা ঘটে। চাঁন মিয়া গুরুতর আহত হন। মাথায় বেশ কয়েকটি সেলাই লাগে। সন্ধ্যার পর ঢাকায় মারা যান।’ 

রায়পুরা থানার ওসি মো সাফায়েত হোসেন পলাশ বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে কাজ করছি। বিস্তারিত পরে বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত