মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে বাবুল হাওলাদার নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।
জানা গেছে, একটি চাঁদাবাজি মামলার সাক্ষী ছিলেন রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের বাবুল। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলায় গতকাল বিকেলে শাখারপাড় এলাকার সাহেবালী মুন্সি (৬৫), খোকন মুন্সি (৪৫), সাহাবুদ্দিন মুন্সি (৫৮), লাবলু মুন্সি (৫৮) ও হান্নান মুন্সিকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট হইনি। আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাব বলে প্রত্যাশা করছি।’
আসামিপক্ষের আইনজীবী ফয়জুর রহমান হিরু বলেন, ‘এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। ন্যায়বিচারের স্বার্থে আমরা এই আপিল করব।’
মাদারীপুরের রাজৈরে বাবুল হাওলাদার নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এ রায় দেন।
জানা গেছে, একটি চাঁদাবাজি মামলার সাক্ষী ছিলেন রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের বাবুল। এরই জেরে ২০১৫ সালের ৪ জানুয়ারি তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ৬ জানুয়ারি ৪২ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বড় ছেলে ইমরান হাওলাদার। মামলায় গতকাল বিকেলে শাখারপাড় এলাকার সাহেবালী মুন্সি (৬৫), খোকন মুন্সি (৪৫), সাহাবুদ্দিন মুন্সি (৫৮), লাবলু মুন্সি (৫৮) ও হান্নান মুন্সিকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ের সময় হান্নান মুন্সি ছাড়া সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নিহতের ছোট ছেলে আসাদুল হাওলাদার বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট হইনি। আমরা উচ্চ আদালতে ন্যায়বিচার পাব বলে প্রত্যাশা করছি।’
আসামিপক্ষের আইনজীবী ফয়জুর রহমান হিরু বলেন, ‘এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে। ন্যায়বিচারের স্বার্থে আমরা এই আপিল করব।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪