ডিবি সেজে বাসায় তল্লাশির নামে ডাকাতি, নেতৃত্বে সিআইডি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২, ০০: ২২
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১: ২৩

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রবেশ করে ডাকাতি করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মোহাম্মদপুরের লালমাটিয়ায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাসায় গত ২৯ অক্টোবর ডিবি পরিচয়ে একদল ব্যক্তি ডাকাতি করে। এ ঘটনায় গত ১ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। বাসার সিসি ক্যামেরা দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিআইডির পরিদর্শক সালাউদ্দিন করিম। তিনি ডাকাত দলের প্রধান। তিনি সিআইডির ঢাকা মেট্রোর উত্তরে কর্মরত ছিলেন। অপর ব্যক্তিরা হলেন—মো. বাবু, মেহেদী হাসান, বুলবুল চৌধুরী, মনির, শহিদুল ইসলাম ও সামিউল। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে সামিউল ও বাবু ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

ভুক্তভোগী শহীদুল ইসলাম অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র ও ডিবির স্টিকার নিয়ে তল্লাশির কথা বলে বাসায় প্রবেশ করে। তারা সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে। টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি চক্রটি, এরপর শহিদুলের ভাগনে জাবেদকে অপহরণের পর হত্যার হুমকি দিয়েও অর্থ আদায় করে। 

ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে এটি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে নিবন্ধিত গাড়ি। তবে গাড়িটি কয়েক বছর আগে বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত