Ajker Patrika

রাজধানীতে বাসার ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ঢামেক (ঢাকা)
রাজধানীতে বাসার ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ (১৩) নামের এক কিশোরের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লালবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

নিহত হাফিজ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ বাড়ির খাল এলাকার হারুন শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে লালবাগ ডুরী আঙুল লেনের সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকত। হাফিজ নিউমার্কেট এলাকায় হকারি করতেন। 

লালবাগ থানার এসআই শেখ ফিরোজ আলম জানান, খবর পেয়ে গত রাত সাড়ে ১১টার দিকে ডুরী আঙুল লেনের ৪৭ / ১ নম্বর এনামুল হকের বাড়ির পঞ্চম তলার ছাদ থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ছাদের বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়া ছিল। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়ে এবং পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পাটের রশি, রক্তমাখা বস্তা, চিপসের প্যাকেটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁকে জবাই করে হত্যার পর লাশ গুমের জন্য তার পরনের জামা কাপড় খুলে ফেলা হয়েছে। বিস্তারিত আরও জানার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত