Ajker Patrika

ভারতে বসে স্বর্ণের দোকানে ডাকাতির ছক কষতেন ল্যাংড়া হাছান: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৬: ২৯
ভারতে বসে স্বর্ণের দোকানে ডাকাতির ছক কষতেন ল্যাংড়া হাছান: ডিবি

রাজধানীর রামপুরা থানার খিলগাঁও এলাকায় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের মূল হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। গোয়েন্দা পুলিশ বলছে, ডাকাত দলের মূল হোতা হাছান জমাদ্দার ওরফে ল্যাংড়া হাছান। তিনি ভারতে বসে সহযোগীদের সহায়তায় বিভিন্ন এলাকার স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করতেন। পরে দেশে এসে ডাকাতি শেষে আবারও ভারতে পালিয়ে যেতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন দলের মূল হোতা মো. হাছান জমাদ্দার ওরফে ল্যাংড়া হাছান (৩৪) ও তাঁর সহযোগী মো. আরিফ (২৬), মো. আইনুল হক ওরফে ভোলা (৪২), মো. সাইফুল ইসলাম মন্টু (৪৫), মো. আনসার আলী (৫০), মো. শাহীন (৩৫)। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল, দুটি গুলি, পাঁচটি চাপাতি ও ডাকাতি শেষে পালিয়ে যেতে ব্যবহার করা প্রাইভেট কার জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দাপ্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। 

হারুন অর রশীদ বলেন, রাজধানীর ঢাকা, কেরানীগঞ্জ, রাজধানী ঢাকাসহ মানিকগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, ময়মনসিংহের ভালুকা, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় বোমা ফাটিয়ে ডাকাতি করে আসছিল দুর্ধর্ষ আন্তজেলা ডাকাত দল। ডাকাত দলটির মূল হোতা ল্যাংড়া হাছান ভারতে বসে সহযোগীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার স্বর্ণের দোকান টার্গেট করতেন। ডাকাতির আগে তাঁরা সেই দোকানের আশপাশে একটি বাসা ভাড়া নেয়। সবকিছু ঠিক হলে হাছান ভারত থেকে এসে দলে যোগ দিতেন। প্রথমে বোমা ফাটিয়ে ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে ৬ থেকে ৭ মিনিটের মধ্যে দোকানের স্বর্ণালংকার লুট করে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে পালিয়ে যেত চক্রটি। এরপর ডাকাতির মালামাল ভাগাভাগি শেষে আবারও অবৈধভাবে ভারতে পালিয়ে যেতেন হাছান। 

গ্রেপ্তার চক্রের সদস্যদের স্বীকারোক্তি উল্লেখ করে গোয়েন্দাপ্রধান হারুন বলেন, চক্রটি হাছানের নেতৃত্বে সারা দেশে ২৫ থেকে ৩০টি ডাকাতি করেছে। ২০১২ সালে চট্টগ্রামে একটি দোকানে ডাকাতি করতে গিয়ে গোলাগুলির সময়ে পায়ে গুলি লাগে হাছানের। তাঁর বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত